• Uncategorized
  • 0

Poem In Other Language By Subhasis Patra

ভাগ্য …

হারানোর ভয় ?
– পাইনি তো ভয় পাবো কেন |
তাহলে এত দুঃখ পাও কেন ??
– ওই যে তোমাকে দেখতে পাইনা বলে |
আমাকে দেখতে পেলে কি করতে ?
– দেখতাম মন ভোরে |
আমাকে দেখতে এত ভালো লাগে ?
– হ্যাঁ ভালো লাগে |
আর কি ভালো লাগে ?
– ওই যে বললাম তোমাকে |
আমাদের তো রাস্তা আলাদা , হয়তো ভাগ্যও আলাদা তাহলে কি করবে ?
– অপেক্ষা করবো |
আসবো না জেনেও অপেক্ষা করবে ?
– হ্যাঁ |
কিন্তু কেন ?
ভালোবাসার মানুষগুলোকে ভালো লাগলেও বলা বারণ | তাই অপেক্ষায় থাকি |
তোমার জন্য অপেক্ষা করি , কারণ তুমি অন্যের সাথী |
পথগুলো আলাদা জেনেও ভাবতে বসি |
ভাগ্যে কিছু নেই বলেই এই পোড়া কপালকে ভালোবাসি ||
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।