সাতে পাঁচে কবিতায় সুজাতা
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
মৃত্যুর পরোয়ানা
আমি তা ভুলি নি
আমি তা রাখি নি মনে
ফটোফ্রেমে ফটোজেনিক
ওদিকে পুড়ছে আমার লাশ
টুকরো অভিজ্ঞান,সময়ের দলিল
যাবতীয় কুঞ্জলতা
উড়ন্ত পিপিলিকা
আ্যলবাট্রস পাখিদের ডানা!
পাঁজরে শ’য়ে শ’য়ে মৌমাছি
শরীরে তীক্ষ্ণ হুল ওষ্ঠে চিরনীল ঘুম
আমাকে আচ্ছন্ন করে রাখে যে অবাঙময়তা
কাঁধে তার শত প্রশ্নের ঝুলি
নিরুচ্চার অন্তর্দ্বন্দ্ব ভেসে আসে কানে
আজ,
আমাকে মৃত্যুর পরোয়ানা দেয় অন্য আঘাত।