সাতে পাঁচে কবিতায় মো. দেলোয়ার হোসেন (বাংলাদেশ)

প্রচ্ছদ
ফাগুন বিছানো রাত
রোজ ঠোঁটের কাছে গল্প নিয়ে আসে!
আমি গল্পকার হলে
আগডুম বাগডুম গল্পচ্ছলে এতদিনে বলেই ফেলতাম;
ভাবছি, এবার বলেই দেবো।
খুব বেশি অপেক্ষা করা যায় না
এক প্যান্ট এক জামায় দুপুর গড়িয়ে বিকেল
তারপর সন্ধ্যাতারার সাথে ঘাসফুল আর চাঁদ আলপথে পাড়ি দেয় রাতের আকাশ!
আমি প্রেমিক হলে
গালগল্পে এতক্ষণ বলেই ফেলতাম!
ভাবছি, এই মৌসুমে মাছরাঙা হয়ে বসবো নদীর ঘাটে !
ফাগুন রাতে তুমি নাকি রূপসার জল? আই বুঝি
ঘাটে এলে তোমার জলজ শরীর থেকে হাস্নাহেনার ঘ্রাণ পাই
নুনরঙ জলরঙ চাঁদরঙ ঘ্রাণ !
ফাগুনের চোখজ্বলা পূর্ণিমা রাতে যদি তোমার খোঁপা থেকে ফুল তুলে নেই
ধবধবে সাদা জোছনায় তোমার নগ্ন বুক হয়ে যাবে আমার গল্পের প্রচ্ছদ!