সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

নতুন কবির প্রতি
চেনীরাম গগৈ
মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ
কবি হোক পৃথিবীর প্রেমিক আর পর্যটক
ধানের চাষ,কড়া রোদ,বেড়ে আসা নদী
বীজ হোক শুকনোয় জন্মান ছোট কঠিয়া
ফাগুন মাসের বাতাসে ফুরফুরে দিন
কবির একটা বিষয় হোক মানুষ আর জীবন চর্চা
কবির একটি আলোচনা ভবিষ্যতের স্বদেশ
কবি মানব সন্তান,নিজে কাঠ কুড়িয়ে নেয়
কবির মাঠ জলজ ঘাস ,নিজে কুড়িয়ে বাড়িয়ে খায়
কবির মৃত্যু হয় কবিতায় থাকে তাঁর চিত্রকল্প
কবি মারা যায় কবিতা ভুলে না কথাঃ
সময় স্রোত বদলায়
বাতাস স্রোত বদলায়
দিন জ্বলে ছাই হয় নগরে শহরে