|| রাঙিয়ে দিয়ে যাও সংখ্যায় || ঋতশ্রী মান্না
by
·
Published
· Updated
বসন্তের লেখা
তোমার সুষুপ্তি জুড়ে
ঝরে গেছে প্রগাঢ় পলাশ,
বেদনা গহীন।
অনাহুত বসন্তদিন–
রয়ে যায়,রয়ে যায়
হৃদয়ের ঋণ।
সুতীব্র কুহুস্বর অরণ্যে ফেলে রেখে
উড়ে গেছে একাকী কোকিল।
সমস্ত নির্জনতা–
অলীক পলাশ হাতে রেখে
ইচ্ছে করে
শ্রমণ-হৃদয়,
লব্ধ সব শূন্যতাকে ‘তুমি’ বলে ডাকি।
স্বপ্নবৎ ফুটে আছে
ঔৎসুক্য কিশোরীর
ঘুমের ভেতর,
আর আদিগন্ত জ্বর…
পুড়ে যায় পুড়ে যায়
স্থীতধী চীবর !
তারপর,
বসন্তে ফেলে রেখে শতাব্দের মোহ
ঝরে যায় নিগূঢ় পলাশ।
সমস্ত বিভ্রম–
অলীক বসন্তে মন রেখে
ইচ্ছে করে
শ্রমণ-হৃদয়,
লব্ধ সব নিঃস্বতাকে ‘তুমি’ বলে ডাকি।
ইচ্ছে করে
ফিরে যাই পলাশের ভুলে,ফুলে ফুলে
দুলে ওঠে অসহ ফাগুন
হে শ্রমণ,ভেঙে ফেলো ধ্যান একবার।
কিশোরীর এলোচুলে
প্রিয়তম ভুল
অপেক্ষায়…
এ বসন্ত আজন্ম তৃষ্ণায় জেগে…
এসো না শ্রমণ,
দুহাতে উড়িয়ে দিই ধ্যানলব্ধ ছাই
তারপর,পলাশের পথে ফিরে যাই
শেষবার…