|| রাঙিয়ে দিয়ে যাও সংখ্যায় || ধ্রুবজ্যোতি মিশ্র
by
·
Published
· Updated
বসন্ত
বসন্ত এসে দিল ডাক
ফাগের রিক্ত দানে,
ভুবন যেন মেতেছে আজ
কোকিলার কুহুতানে।।
বনে বনে ফুটেছে
পলাশ শিমুল কৃষ্ণচুড়া
হৃদয়ে লেগেছে দোলা
উল্লাসে মাতোয়ারা।।
দোল খেলে কৃষ্ণরাধা
বৃন্দাবনের পথে পথে,
আবির রঙ ছড়িয়ে আজ
মাতবো প্রাণের নেশাতে।।
সাজিয়ে ডালি এই ফাগুনে
রাখব তোমায় মনের মাঝে,
যতন করে রঙের আগুনে
মাখাবো আবির সকাল সাঁঝে।।
আমার মনের সবটুকু রঙ
তোমায় দিলাম আপন করে
তোমার ঐ বাউল মনে
উদাসী হাওয়ার অলীক সুরে।।
ওগো ঋতুরাজ আপন রাগে
রঙ ছড়িও অনন্তে,
পলাশ শিমুল রঙের ছোঁয়ায়
মিলবে দু’জন দিগন্তে।।