|| রাঙিয়ে দিয়ে যাও সংখ্যায় || সুব্রত ভট্টাচার্য্য
by
·
Published March 29, 2021
· Updated March 29, 2021
বসন্তের ছোঁয়া
কৈরবীর প্রস্থানে রবির হইল প্রকাশ সবে।
জাগিল ঋতুরাজ কোকিলের কুহু কুহু রবে।
ঐ দেখা যায় নীলাম্বর করে বিচরন ভেসে ভেসে।
নীড় ছেড়ে সব পাখিদের দল যায় যে কোন দেশে।
নব বৃন্দাবন নব তরুগন নব বিকশিত ফুল।
নব বসন্ত নব রুপে এসে মাতায় অলিকুল।
শৈশব যৌবন দুইয়ের মিশালী জাগায় নব প্রীত।
প্রণয়নী রাধিকা খুশিতে গাহে নব প্রেম গীত।
গোকুল নাথ গোকুল ধামের নিকুঞ্জ কাননে।
পথ চেয়ে বসিয়া একা বিভোর বংশী বাদনে।
সুরোধ্বনি মাতায় প্রেম গোকুল বিহারিনী মনে।
কুহুকিনী ব্রজগোপী ধাবে উচ্ছাসে গোকুল কাননে।
মাতিল আজি ব্রজধাম বসন্ত বরিষনে।
ব্রজরাজ ব্রজেশ্বরী তন্ময় প্রেম সিঞ্চনে।
ঢালে রং লাল নীল ব্রজ গোপীনাথ।
প্রেম লহরী লীলায় গোপী উন্মাদ।
গোধূলির আহ্বানে ফিরিল কৈরবী মথুরাতি।
দোলের অবসানে স্নিগ্ধ শীতল মধুবন ক্ষিতি।
বিছোহ বেদনাতে গোপীর নয়নে নাহি ঘুম।
ব্রজবাসী ম্লান মুখে হইল ক্লান্ত, নিরস নিঝুম।