|| রাঙিয়ে দিয়ে যাও সংখ্যায় || রীতা চক্রবর্তী
by
·
Published March 29, 2021
· Updated March 29, 2021
প্রেমের বসন্ত
ভ্রমর ওড়ে ফুলে আমের ওই মুকুলে।
সজনের সাদা ফুল দলে দলে অলিকূল।।
নিমের কচি পাতা ছন্দে দোলায় মাথা।
পাতাঝরা বেলগাছে পাকাবেল ভরে আছে।।
বসন্ত দিন এল ‘বৌরি বলে গেল।
কোকিলের কুহুতান চোখগেল গায় গান।।
ফিঙে বুলবুলি শ্যামা ‘কুটুমও আসেমা।
বৌ কথাকও ডাকে অশোক তরুর শাখে।।
নিয়ে রংয়ের ডালি এলেন ফুলের মালি।
রাঙা পলাশবলি কৃষ্ণচূড়ার কলি।।
কিংশুক ছিল একা অশোক দিল দেখা।
রাঙালো মন সবার হোলি এল এবার।।
চতুর্দশীর রাতে ন্যাড়পোড়ার সাথে।
পোড়ায় বুড়ির ঘর হিংসেরা ছাড়খার।।
প্রহ্লাদ বিষ্ণু ভক্ত আগুনে পোড়ানো শক্ত।
পরাজিত অহমিকা নারদ দিলেন দেখা।।
রাজা হিরণ্যকশিপু ছিলেন দেবতাদের রিপু।
করতে দৈত্যের সংহার নারায়ণ হলেন অবতার।।
করেন অত্যাচারীর অন্ত, হল আবার পৃথিবী শান্ত।
ব্রজে খুশির কোলাকুলি খেলে পূর্ণিমাতে হোলি।।
ব্রজগোপিনীরা মিলে সবে আনন্দে রঙঢালে।
পিচকারি রংয়েভরা কালারবাঁশি প্রেমেভরা।।
গোপিনীরে ডাকে বাঁশিরসুর ভালোবাসায় ভরপুর ।
বাতাসে হোলির ফাগ ওড়ায় প্রেম ঢালে যমুনায়।।