|| রাঙিয়ে দিয়ে যাও সংখ্যায় || সোনালি by · Published March 29, 2021 · Updated March 29, 2021 তবু রঙীন রঙ ভরেছি এলবামে আর আদর ভরা বুকে লাল আবীর আর ফাগের ফাগুন ঝরছে স্মৃতির সুখে বসন্ত সেই সুরের বাহার ফুল ফাগুয়ায় দোলে গান ঝরে যায় তবলার বোল সময় তুফান তোলে মধুর তুমি রসের তুফান পান্তুয়াতেও চিনি দোল ফাগুনে মন ভরে সেই রঙিন রাধারাণী পাতায় পাতায় কুচির সবুজ লাল শিমুল আর পলাশ ধুলো ধোঁয়া কালোর কালি তবুও ত রঙ ছেটাস এই বুড়োটে কলকাতা তার আধমরা মৌসুমি তারি মাঝে লালের সাহস ডাকের মধ্যে “তুমি।” ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love