প্রেমে পড়েছিলাম,একবার।
ভালোবাসার ছিট্টেফোঁটাও পাইনি।
কি জানি কেন ?
একজনকে ভালোবাসার চেষ্টা করেছিলাম।
মাথা খুঁড়েও প্রেমে পড়তে পারিনি।
আহা, জানে না যেন !
জানেন ?
শুধু ভালোবাসায় প্রেম হয়না।
যেমন শুধু কথায় ঘর হয়না!
প্রেম হতে হলে হৃদয় লাগে
ঘর হতে গেলে ছাদ লাগে।
ওটা দরকার।
ছাদ হতে পারিনি।
ছাতা হয়েছি, হালকা বৃষ্টিতে।
জোর ঝড়ে উড়ে গেছি,
অন্য ছাদের কার্নিশের তলে।
এতে দোষের কিছু নেই।
তাই আকাশ হয়ে গেলাম।
আকাশ থেকে মেঘ।
মেঘ থেকে বৃষ্টি।
বৃষ্টি হয়ে তাকে ছুঁয়ে যেতেই
সে ছাতার নিচে জড়সড় এলো।
হয়ত তাকে ছোঁয়া হলো না।
তাস্তার জল হয়ে জমে রইলাম পায়ে
ভালোবাসার মতো।
কে বলে আকাশ হলে প্রেম হয় না ?
ওরকম নড় হৃদয় কারো আছে নাকি ?
আনুন না দেখি খুঁজে চড়ে বরে,
নইলে
রইলে
প্রেমে নাই পড়ে
ভ্যাবা চ্যাকা পথে পড়ে বেঘোরে।