এক সামান্য শব্দ তুমি,
এক অসামান্য তোমার তাৎপর্য,
তবে তোমার অজানা তোমার উৎস,
হতে পারে কোন অচিন পাখির দেশ,
হতে পারে মহাদেবের জটা,
হতে পারে অন্তহীন নীল আকাশ,
হতে পারে সামনের সমুদ্র!
তবুও তুমি খুব আপন মোদের,
লুকিয়ে আছ হিয়ার মাঝে,
অথবা এই মহাপ্রাণে নিশ্চিত করেছ আপন অস্তিত্ব!
তোমার এক বিরল উপস্থিতি,
নয় তা কোন কায়ায় বা ছায়া এ,
এক উষ্ণ পরশে বা কোন স্নিগ্ধ হাসিতে,
অনবদ্য তোমার মহিমা!
সেই যুগ যুগান্তর ধরে চলছে এই খেলা,
সিক্ত করে চলেছ এই শুষ্ক হৃদয়,
প্লাবিত করে চলেছ এই চেতনাকে,
তোমার অনাবিল অব্যাহত আনন্দধারা,
বয়ে চলছে আজও মোর রন্ধ্রে রন্ধ্রে।
বিশ্বপিতার পরম প্রিয় তুমি,
তাই বোধকরি তুমি চঞ্চল,
তাই বোধকরি আজও বঞ্চিত বহুজন,
তোমার অশেষ আশীর্বাদের বারি বিন্দু থেকে!
এই মহাযজ্ঞএর এক অপরিহার্য্য অংশ তুমি!
এক ক্ষণ জন্ম তুমি,
এক উদ্যম তুমি,
এক উল্লাস তুমি,
এক প্রেরণা তুমি,
এক আনন্দ তুমি,
এক মহা আনন্দ তুমি!!