সম্পাদকীয়
by
·
Published
· Updated
সাহিত্য হইচই-এ একরাশ আবির শুভেচ্ছা
আজ বেশি কিছু নয়, সাহিত্য হইচই সম্পাদকীয়তে একরাশ আবির শুভেচ্ছা, শব্দে, কবিতার উচ্ছাসে, উচ্চারণে:
আজ শুধু হোক ফুলেল, আবির শুভেচ্ছা
হইচই, ছোট, ছোট ফুল আর কচিকাঁচাদের সমাহার
লাল, নীল, সবুজ,হলুদ, কমলা, রঙের ছটায় মেতে উঠেছে পৃথিবী,
রঙে, রেখায়, কবিতায়, গল্পে মেতে উঠে মন শুধু এঁকে চলে রামধনু আল্পনা
ছোটরা, এবং ছোটদের জন্যে যে বড়রা লেখে তাদের সকলকে দোল উৎসবের বাসন্তী শুভেচ্ছা। সবাই তোমাদের লেখা, আঁকা পাঠিয়ে দাও সাহিত্য হইচই-এ।
মেইল করো : sreesup@gmail.com / techtouchtalk@gmail.com
শ্রীতন্বী চক্রবর্তী