সাতে পাঁচে কবিতায় অভিজিৎ দাসকর্মকার
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
ঘাম আর গন্ধ
গভীরতার অক্ষরের সাথে সারিবদ্ধ গাছ,ফাগুন শুনছে
কপালে গুলাল;
চৈতন্য লিখতে চাইছে ঘামের গন্ধ, করুণাময়ীর বীণায়
(রি-মেক) মেলোড্রামা
ধস্তাধস্তি
মুড পরিবর্তন করা,তবুও
সন্নিবিষ্ট হচ্ছি _ আরও সন্নিবিষ্ট
আজও তোর জন্যই বুকের বোতাম খোলা রাখি…
তুই আসবি,বাঁ-পাশ থেকে হাওয়া এসে বলে
আমি দরজা দুয়ারে জ্যোৎস্নাবিন্দু রাখি,অবকাশে
নদী বহমান
রাতের হুমড়ি খাওয়া ছলাকলা, এখনো
কর্পূরের কাহিনিতে পুরাতন গণিত,খাতার অন্ধকারে লুকিয়ে থাকে,আর আমি
ঝাপসা অপেক্ষায় হস্তরেখা বরাবর টানটান বসে…