• Uncategorized
  • 0

মার্গে অনন্য সম্মান শ্রীস্বদেশ সাধক সরকার (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৩৭
বিষয় – দোল অথবা পলাশফুল

কিংশুক

তোমার ঐ বাঁকান চোখ,রঙের
অস্ফুট বাহার,কোন এক চাঁদনী
জ্যোৎস্নালোকিত রাতে পলাশডাঙ্গার
মেলায় সারি সারি পলাশ ফুলের
আহ্বান ~এসো এসো ফাগুন এসে
গেছে ~দূর হতে ও চোখ দূরে
সরায়!দেখ না কিংশুকের দল গোছা
গোছা স্তবকে প্রাণের মেলায়
শিহরণ জাগায়।
রঙের নেশায় বাসন্তিকা ঘুরে
বেড়ায়,প্রজাপতিগুলো এখন
ডানা মেলে না,ভাবছো হাই-ব্রীডের
যুগে সব স্ব-ভঙ্গিমায় বসন্তকে
রাঙায় একাকী মননে,একাকী
লীলায়।
ভুল ,সবই ভুল~
ঘরানার রস ,জীবনের স্ফুরণ
মনের অণুরণন কখনো ঝরা পাতা
পলাশে আগুন লাগে না~সব জানো,
এখন তো খোলামেলা ডালায় সব
বনসাই ,অন্তরের অন্তরে জেলখানা
কয়েদী বানায় ।
কিংশুক একই ধারায় বাসন্তিকার
বসন রাঙায় চিরন্তন ঐতিহ্য
সংস্কৃতির মিলনমেলায় ,সে আজও
হাঁকে,কথা কয় কুহেলিকা রাতে
আজও বসন্তদূত মননে প্রেরণার
উৎস বহে নিয়ে যায় ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।