মার্গে অনন্য সম্মান বিশ্বনাথ ব্যানার্জি (সেরার সেরা)
by
·
Published
· Updated
অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক কবিতা প্রতিযোগিতা পর্ব নং – ৩৭
বিষয় – দোলের বার্তা
বসন্তোৎসবের কুশীলব
আমার জীবনে বসন্তোৎসব নেই
চারিধারে অনন্ত কৃষ্ণচূড়ার বাস,
আতরের গন্ধে বসন্ত অন্তিমযাত্রায়
রেখে গেছে রাশিরাশি পলাশ।
আমার কোন ঠিকানা নেই
নদীর চড়ায় বাঁধি খেলাঘর,
অন্তহীন আঘাতের প্রত্যাঘাত নেই
দোল পূর্ণিমা অর্ধাহারে র দোসর।
বাসক বনে শিমুল কাঁদে
কৃষ্ণচূড়া লুটায় পথের ধুলায়,
ক্ষতবিক্ষত শরীরের ক্লান্তি জুড়ায়
অশোক কাননের রক্তাক্ত শয্যায়।
নিরবধি শূন্যতার মাঝে আছে
পড়ন্ত বেলায় কোকিলের কলতান,
মুখোশের আড়ালে মুখ ঢাকে
রঙ্গমঞ্চের কুশীলব, নাটুকে প্রাণ।
রবীন্দ্রগানে যারা আবির ছড়ায়
পরেনা দৃষ্টি পথশিশুদের আঙিনায়,
আদুল দেহে অশ্রু সাগর
বসন্তোৎসব খোঁজে শূন্য থালায়।।