মার্গে অনন্য সম্মান ব্যোমকেশ গঙ্গোপাধ্যায় (সর্বোত্তম)
by
·
Published
· Updated
অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক কবিতা প্রতিযোগিতা পর্ব – ৩৭
বিষয় – পলাশ ফুল
বসন্তে পলাশের প্রেম
ফাগুনে হাওয়া দক্ষিণা বাতাসে,
কোকিলের প্রেম আহ্বান।
কৃষ্ণচূড়ার পলাশ শিমুলের শ্বাসে,
হৃদয়ে জেগেছে প্রেম প্রাণ।
প্রকৃতি,স্ববিরহ ত্যাগী নব সাজে,
বসন্তের দক্ষিণা সুবাতাসে।
আজি প্রেম চিরবন্ধন সুখে নাচে,
পূর্ণতা কোকিলার আশিসে।
চলন্ত জীবনস্রোতে প্রকৃতির হাকে,
হৃদয়ে জাগে প্রেমের জ্বালা।
কৃষ্ণচূড়ায় বসি কোকিল যে ডাকে,
কোকিলারে ডাকে একলা।
আমের পল্লবে ঘোরে ভ্রমর-ভ্রমরী,
গুণ-গুণ গানে মধু পানে ত্যক্ত।
ফুলে-ফুলে নব বীজে প্রাণ সঞ্চারী,
সৃষ্টি সুধা পানে আছে সদা মত্ত।
উল্লাসে মধুকর ফাগুনের বাতাসে,
মধুপানে ছোটে হয়ে অনুক্ত।
নব প্রাণের স্পন্দন, সৃষ্টির উল্লাসে,
উজারি দিচ্ছে হয়ে অনুরক্ত।