মুক্তি খুঁজছো বুঝি!
একমুঠো গভীর নিঃশ্বাসে স্বস্তি পেয়েছ নাকি!
দিনশেষে গভীর কালোয় ডুবিয়েছ মনে হয় নিজেকে!
সমস্ত পিছুটান ফেলে কোন এক গভীর পূর্ণিমায় আকাশে চেয়ে থেকো কোনদিন। দেখবে এক অপার ভালোবাসা খুঁজে পাবে। ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর আকার নিয়ে বয়ে চলেছে তারা। কি সুন্দির ঝলক তাদের। মেঘেদের মাঝে নিজেকে কোন অজানা উপায়ে ফুটিয়ে রাখে তারা।
কোন একদিন গভীর রাতে গঙ্গা বক্ষে বোস একদিন। কিছুটা সময় দিও একান্ত কে। দেখবে এক হিমশীতল হাওয়া শিহরণ জাগিয়ে যাচ্ছে পুরো শরীর জুড়ে। খোলা চুলগুলো কাটাকুটি খেলে যাবে সারা পিঠ জুড়ে। দূরে ওই দূরে তখন কোন এক মাঝি নৌকা নিয়ে বয়ে চলবে অজানার খোঁজে। হয়তো….
“ডুবে যাওয়া নৌকারা সব
তুলবে না পাল অসম্ভব” সবটা জেনেও সে বয়ে যাবে তোমারই মত ভুল পথে, ভুল খোঁজে, ভুল ঠিকানায়।
মুক্তি, একি সত্যিই মুক্তি… সময় পেলে খুঁজে দেখো কোন দিন!