ঠিক আছে। উনি কিছু দিন আমাদের এখানে থাক। কোন ঘরে রয়েছে বাবা?
গেষট রুমে।
কি করছেন?
শুয়ে আছেন।
আচ্ছা তোমার বাবার কিকি সম্পতি আছে?
এটাও তুমি ভুলে গেছো?
বলছি না কাজের চাপে সবকিছু মনে রাখতে পারি না।
কলকাতায় তিনকাটা জমি আর বাড়ি।দেশে কুড়ি বিঘে জমি পুকুর গোলা সব আছে। কিছু এফ ডি আছে।আর কিছু
মায়ের গহনা আছে।
ভালো সম্পতি আছে তোমার বাবার বলো? অথচ তোমার দাদার এসবের ওপর কোনো লোভ নেই।সে বেচারি আমেদাবাদে ইনটিরিও ডেকরেশন ব্যবসায় জান প্রান দিয়ে লড়ছে।
বাবার কাগজ পড়া বন্ধ করতেই হবে।রিনা বলল।
কিভাবে? সুদর্শন জিগ্যেস করল।
আচ্ছা এমন করা যায় না বাড়িতে কাগজ রাখা বন্ধ রাখলাম। তুমি অফিসে কাগজ রাখলে। সেখানেই পড়ে নিলে।
অফিসে আমার সময় কোথায়? আমি ভাবছি একটা কথা
কাগজ পড়বেন বাবা কিন্তু উদ্ভট চিন্তা করবেন না। তার ব্যবস্থা করতে হবে।
কি ব্যবস্থা করবে তুমি?
সাইকিয়াট্রিস্ট তো দেখিয়েছি এবার ভাবছি সাইকোলজিষট দেখাবো ।
রিনা একটু আসবি মা?
ডাকছে তোমার বাবা।যাও।
সোফায় শরীর ছেড়ে দেয় সুদর্শন। মানুষ কতো রকম লড়াই করে চলেছে।এটাতো একটা লড়াই। ভয়ের বিরুদ্ধে লড়াই।
লড়াই মানে জীবন।
সুদর্শন ক্লান্ত শরীরে চোখ বুজে আরো গভীরে ভাবে ব্যাপার টা ভাবতে লাগল।