কবিতায় পদ্মা-যমুনা তে ফারজানা কবীর
by
·
Published
· Updated
হারানো প্রেম
নীলচে ছাই বর্নের আকাশের বুকে…
একান্তে বিলি কাটে এক টুকরো ঝকমকে মেঘ।
ধীর লয়ে পরিবর্তন বদলে দেয় সময় —
পাল্টে যায় রং।
ঠিক যেন তোমার মনের মতো ঝাপসা…
এতটুকু গর্জন নেই,
নেই কোন প্রলয়ের ডাক —
অখণ্ড নিস্তব্ধতায় খুঁজে ফিরি বিপন্নতার শব্দ।
ধ্যান মগ্ন ঋজু এক সাধকের মতো তোমার প্রেম…
শান্ত অথবা শ্রান্ত!
আমার অনুভুতিগুলো বৃষ্টি হয়ে তোমায় ছুঁয়ে যায় বারংবার,
বজ্রের শক্তিতে কাঁপিয়ে দিতে চায় মনসীমান্ত…
তবুও অনড় থাকো তুমি!
দগ্ধ হই —
প্রচন্ড দাবদাহে ফেটে চৌচির হওয়া কোন জমিনের মতো শুয়ে থাকি ফুটিফাটা মাটির কন্দরে।
বিষাদের প্রান্তরেখা ছুঁয়ে তবু মিশে থাকি…
ঝিমধরা দুপুর হয়ে —
তোমার মেঘলা মনের অন্দরে।।