ধরুন চারপাশে কেউ নেই-
মানুষ নেই
শুধু কিছু সোনালী রোদ আর আপনি
একটু দূরে তাকাতেই বটবৃক্ষের ছায়া
ওরে ছায়া তুই বড়ই মায়াময় সংসার
তোর দেহ তলে প্রতিদিন কতো কথা
কারণে বেকারণে
২| পরে কথা হবে
ফিরে আসো নীড়ে একটু ভালোবাসো- বাসো
বসো তমাল গাছের ছায়ায় বা ধানের নাড়ায়
দেখো মাটিতে জমে থাকা ঘাসেদের প্রেম দুধ
পোয়াতি ভোর কেটেকুটে দুধেভাতের সকাল
সকাল তুই ও বড্ড অলস বারান্দায় বসে থাক
আমি বরং একটু দুপুর হয়ে আসি
পরে কথা হবে প্লিজ
সোস্যাল ওয়ার্ক
জহির খান
রাত আর কতোই মমতা দেয় জড়িয়ে নেয় ঘুম
তবুও খুব করে ভালোবাসি তোকে- ভালোবাসি