সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

হারানো কবিতার সন্ধানে
গঙ্গামোহন মিলি
মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ
দীর্ঘদিন অপেক্ষার শেষে
দুপুর রাতে ভেসে এল
একমুঠো ভাবনার শব্দ চিত্রকল্প
মনের মধ্যে এঁকে
পড়ার টেবিলের এক টুকরো কাগজে
সযেতনে টুকে রাখলাম
সময়ের চক্রে ঊঠা বসা করার সময়
ভুলে গেলাম সেকথা
জীবনটা কেবল কবিতা নয়
বিরক্তির গদ্য,গল্প এবং তিরস্কার
আরও কত যে কি?
হঠাৎ মনে পড়ল
হায়!নিরুদ্দেশ কবিতার জুমুঠি
শ্রীমতীর একক তদন্ত আয়োগের ঘোষণা
জানালা দিয়ে বয়ে আসা
এক ঝাঁক চঞ্চল ফাগুন বাতাস
তাকে বিরক্ত করে উড়িয়ে এনে
মেঝেতে আছড়ে ফেলল
কাজের মেয়ে পেয়ে
ছুঁড়ে দিল আবর্জনার অগ্নিগর্ভে
যে কবিতার প্রথম পাঠক ছিলাম
এই নিঃস্ব কবি,বাতাস এবং অগ্নি
একদিন স্মৃতির সিঁড়ি বেয়ে
ফিরে আসবে কি
এই হারানো কবিতা!!