এক বছর পৃথিবী মহামারীর সঙ্গে বাস করছে। মানুষ মৃত্যু দেখে ক্লান্ত। কিন্তু বিজ্ঞান থেমে থাকেনি। প্রাণ বেঁচেছে লড়াই করে, আর আজ প্রতিষেধক হাতে নিয়ে সমুদ্র মন্থন করে মাভৈ বলে দাঁড়িয়েছেন ধন্বন্তরি গবেষকরা। চিকিৎসাশাস্ত্র রক্ষা কবচ পড়াচ্ছে মানুষকে দু হাতে।
সুস্থতা আসুক।
নিরাপত্তা আসুক।
আনন্দ ফিরে আসুক পৃথিবীতে।