যা আমি জেনেছি , যা আমি জানছি , যা আমি জানব
সকলেই নারী
সকলেই অনুভূতি
সকলেই সান্ত্বনা |
নারী স্বাতী নক্ষত্রের মতো
নারী এলোমেলো মিছিলকে সাজিয়ে দেওয়া স্লোগানের মতো |
নারী আনন্দ , নারী বিঘ্ন ,
অন্ধকারের মধ্যে কেঁপে ওঠার মুহূর্তেও
অনর্গল শিহরণ নারী ,
নারী জ্যোৎস্নার প্লাবনের মতো
গহীন জঙ্গলের মতো
হাওয়ার রাতে হাওয়ার মতো ,
নারী বেদুইনের গান
উচ্ছন্নের গান
নির্বাসিত জীবন থেকে ফিরে বুঁদ হয়ে থাকার গান |
আমার মধ্যে আমি
আমার মধ্যে না আমি
দু’য়ের মধ্যে সান্ত্বনা |
নারীই আমাদের শেষ আস্তানা |
শান্তি
বেদনা
ভয়হীনতা
আশঙ্কা
উচ্ছন্ন ও উজ্জীবন ঘুরে ঘুরে আসা
নারীর নিঃশ্বাসে , দীর্ঘশ্বাসে
এসব আমি দেখেছি |
সম্পদের মতো এসব রেখে দিতে হয়
নারী তুমি সাক্ষাৎ সাক্ষাৎকার |