|| নারীতে শুরু নারীতে শেষ || বিশেষ সংখ্যায় বিউটি সাহা

তুমি নারী, তুমিই মা
তুমি নারী, তুমি জন্মদাত্রী ” মা”
তুমিই ভগিনী, তুমিই প্রিয় জায়া,
জীবনে চলার পথে প্রতি ক্ষণে
ক্ষণে
তোমার কোমল ছায়া।
তোমার স্পর্শে সন্তানের স্বস্তি,
তোমার স্পর্শে সংসার মায়াময়।
তোমার অপমানে পিছিয়ে পড়ে
সমাজ
তোমার সম্মানে পৃথিবী স্বর্ণময়।