||নারীতে শুরু নারীতে শেষ|| বিশেষ সংখ্যায় অয়ন ঘোষ

নারীবাদ
সাইকেলের প্যাডেল দিতে গিয়ে
হাঁটুর ওপর বার বার উঠে যাচ্ছে ধুতি
ভালো করে নজর করলেই
দু তিন জায়গায় ফেঁসো
চৈত্রের শেষ বিকেলের গরম ভাপ
উঠছে পিচ থেকে
কাঁধে কনে দেখা আলোর নির্জনতা
ঘরে দু দুখানা সম্মথ মেয়ে
ভাবলেই প্যাডেলে চাপ পড়ছে জোরে
টিনের চালের প্রাইমারি ইস্কুল
খোলার চালের ঘর
সাড়ে তিনশ টাকায় আরে বহরে টানাটানি
ফি রবিবার আমার দাদু কলম্বাস
নতুন নতুন ডাঙার খোঁজ
“নারীবাদ” বলতে আমার দু মাসী বুঝত
হাতের কানের গলার সাথে কম খরচে
ভালো ঘরে পার হয়ে যাওয়া।