টিফিন টাইমে সীমা চট্টোপাধ্যায়

ফুলকপির পকোড়া

উপকরণ:

কপি, বেসন, সুজি,লঙ্কা গুঁড়ো,গরম মশলা,মিট মশলা,ডিম,নুন, সাদা তেল,চাট মশলা।

প্রণালী :

কপি মাঝারি টুকরো করে নুন-জলে আধসেদ্ধ করে জল ঝরিয়ে রাখুন । বেসনের সাথে সুজি, নুন, লঙ্কাগুঁড়ো ,গরম মশলা , মিট মশলা, ডিম ও এক চামচ গরম তেল মিশিয়ে ফেঁটিয়ে ঘন ব্যাটার তৈরি করুন । এবার পাত্রে তেল গরম করে কপির টুকরো বেসনের গোলায় ডুবিয়ে লালচে করে ভাজুন । ভাজা হয়ে ওপর থেকে চাটমশলা ও সস দিয়ে পরিবেশন করুন ফুলকপির পকোড়া

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।