এমনও তো হতে পারে তে জয়শ্রী রায় মৈত্র

ফেলে দেওয়া ওষুধের পাতা দিয়ে বানানো ফুল
ওষুধের ব্যবহারের পর পাতা গুলো ফেলে না দিয়ে সুন্দর করে গোল গুলো কেটে একটা মোটা কাগজের উপর আঠা দিয়ে বসিয়ে শুকিয়ে নিতে হবে। ফুল গুলোকে বিভিন্ন রঙে রাঙিয়ে কতক গুলো পেপার রোল করে তার ওপর আঠা দিয়ে ছবির মতো করে আটকে দিতে হবে। পেপার কাটিং করে একটা সুন্দর কভার করে দিলে আরও ভালো লাগবে। এটা ঘরের দেওয়ালে টাঙিয়ে দেওয়া যায়।