ফার্স্ট স্টপ
by
TechTouchTalk Admin
·
নোটবুক
যে সত্য ক্ষণস্থায়ী তা’ই প্রকৃত সত্য। যা চিরসস্থায়ী তাতে ঘাপলা আছে।
সত্য চিরনতুন কারণ সে পরিব্রাজন করে এক এক থেকে আর এক একে, মিথ্যা স্থবির হয়ে চিরসত্যের ফাউন্ডেশন মেখে ধ্রুবক হতে চায়।
বেশী ভাবলে মাথা ব্যথা করে তাই না ভাবাটাই বেস্টসেলার। ভাবলে কি হয় তা জানবো বলেই বই লিখিনি আজো।
একটা গল্প দিয়ে শেষ করিঃ
কুমড়োর দোকানে একফালি কুমড়ো কিনতে গিয়ে কুমড়োর ফুল দেখলাম। দারুণ লাগলো দেখতে। কি রঙের বাহার। কিনে নিয়ে বাড়ি এলাম। ফুলদানি থেকে টান মেরে আধ-শুকনো গোলাপের তোড়াটা ফেলে দিয়ে সেখানে কুমড়ো ফুল স্থাপন করলাম। দুপুরে খেতে বসে ডালের সাথে পনীর পাকোড়া খাচ্ছি। সবে দুটো শেষ। তৃতীয়টা হাতে নিয়ে সবে এক কামড় দিয়েছি। ব্যস, তুমুল ঝগড়া শুরু মায়ের সাথে। কুমড়োফুলের বড়া সত্য, খাওয়ার পর ঘরে গিয়ে দেখি ফুলদানিতে থাকা কুমড়ো ফুলটিও সত্য। রাগ আর ঝগড়া ধ্রুবক হয়ে গেল শুধু কুমড়ো ফুলের ফাউন্ডেশন মেখে। দুপুরে ঘুম দিয়ে উঠে বিকালে আবার চায়ের সাথে কুমড়ো ফুলের বড়াভাজা খেলাম গরম গরম। দুপুরের থেকে বেশী সুস্বাদু লাগছিলো। বাবা দুপুরের কান্ডের জন্য এখুনি একগোছা কুমড়োফুল কিনে বাড়ি ঢুকলো। বাবাকে মা চা দেবে কুমড়োফুলের বড়া দিয়ে।
শাল্যদানী