সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

রঙ
গঙ্গামোহন মিলি
মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ
শৈশবে এক পশলা বৃষ্টির শেষে
নির্মল,শান্ত আকাশের কোনো কোণে
খুঁজে বেড়িয়েছিলাম
রামধেনুর আশ্চর্যকর আবির্ভাব
এটাই ছিল রঙের প্রতি
প্রথম ভালোবাসা
আঙ্গুলের কর গুণে গুণে বিচলিত
সাতরঙের রামধেনুর রঙের সংমিশ্রণ!!
রঙের বোধ হয় চঞ্চল মন
কারও বুকে স্থায়ীভাবে থাকে না
রোদে ঘুরে বেড়ানোর সময়
প্রিয় শার্টের রঙ
বাতাসের চালাকি কথায় ভুলে গিয়ে
উড়ে চলে যায়
ঘাম এবং ধুলোর সঙ্গে খেলে
ভেসে গলে যায় জলে