কাব্যানুশীলনে অনির্বাণ চ্যাটার্জি

মাধবী লতা
যে ঘুড়ি ওড়াতে জানে না
সে কীভাবে হাওয়ায় ওড়াবে মনখারাপ
প্রশ্বাস যতদূর পর্যন্ত হাওয়া টানে
ক্রমশ তার কাছাকাছি যাচ্ছি
আসলে এও একধরণের ভালোবাসার শুরু টের পাই
বাতাস ভাসছে নিজের খেয়ালে
রবিশঙ্কর বেহাগ বাজাচ্ছেন
গভীর রাতে পৃথিবীর চোখ ঘুমে ঢুলুঢুলু
মনখারাপের গভীরে ব্যর্থ স্বপ্নগুলির নেশা হয়েছে
এখনও কার কার চোখে ঘুম নেই ও মাধবীলতা?