• Uncategorized
  • 0

|| ভাষাতে বাংলা, ভাসাতে বাংলা || সংখ্যায় অরিজিৎ বাগচী

আমার মা

একুশটি সিঁড়ি ভেঙে নদীখাদে গড়িয়ে পড়েছে
আমার মায়ের কাঠামো ।
তাকে খুন করে ভাসিয়ে দিয়েছে,
অর্ধেক ছায়ায় গুটিয়ে থাকা হত্যাকারী ভাষারা ।
তারপর পুলিশ এসেছে
মিডিয়া এসেছে ,
এসেছে এপার ওপার মিলিয়ে
অসংখ্য শহিদের ওম।
এখন,
মায়ের দেহ পাঠানো হয়েছে লাশকাটা ঘরে ।
ফাগুনের বাসন্তী রোদ
পোস্টমর্টম রির্পোটে এসে পড়লে জানতে পারি-
বর্গী বা বিদেশির হাতে নয় ,
আমার মা মরেছে –
বাঙালির অবহেলায়
ও মুখ ভণিতার উচ্চারণে ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *