ঠোঁটের কথা লিখছি খুব,বলছি ওরা আগুন খাক
ভাষার সাথে বোঝাপড়াটা একটুখানি খতরনাক
শ্লোগান লিখে কী হবে তাই যদি না থাকে দেয়াল-শোক
দিবস মেনে উলটে দেব ফেরার পথে খবর হোক
জনগণের সমাবেশে তো চাইতে পারি ঠোঁট কামড়ে
রক্ত পড়া ফেব্রুয়ারী লিখিয়ে নেব দিন হাতড়ে
ঘামছি খুব বরফ চাই। উপড়ে দেবে মাতৃভাষা?
শহর থেকে অনেক দূরে জন্মেছে যে ভাষার চাষা
অহংকারের দোষ নেই তো দেশদুনিয়া অমানবিক
উচ্চারণে ভোর লেগেছে এবার হব কি কাব্যিক?
কাব্য করা জোর তামাশা দুঃখে কেন মায়ের ঠোঁট
সুখের কথা বলতে গেলে বাক্য তবে ভাড়াটে লোক
আবেদনেতে আর আবেগে বাক যন্ত্রে নই ফ্যাকাশে
জন্ম থেকে পরজন্মে ভাষার নদী রোজ একুশে।