|| ভাষাতে বাংলা, ভাসাতে বাংলা || সংখ্যায় গোবিন্দ ব্যানার্জী
by
·
Published
· Updated
‘মা’য়ের নিটোল প্রতিধ্বনি
আকাশের বিশ্বস্ত দিগন্তরেখায় চোখ বুজে
শপথ নিয়েছিল যে সময়ের স্থিরচিত্র
তার সাথে তুমি হয়তো মিলিয়ে নিচ্ছিলে
অনেকগুলো স্বপ্নের ডালপালা আর পাতা,
শরীরের আগলে রাখা নিজস্ব ভিতরে
লিখে রেখেছিলে যে সমস্ত অক্ষরমালা…
যার প্রতিশব্দে উচ্চারণ করছিলে ‘ভালোবাসা’।
অথচ দেখো, যখন গুলি চলছিল বেমালুম
আর আমার আশপাশে কেউ কেউ
তোমারই উচ্চারিত শব্দগুচ্ছ থেকে
পড়ে নিচ্ছিল ক খ গ ঘ শুদ্ধ কন্ঠস্বরে…
তোমাকে মনে পড়ছিল না তখন, সত্যিই…
তখন ‘মা’য়ের গভীর বুকে শুয়ে পড়েছিলাম
আর উদাত্ত স্বরে আবৃত্তি করেছিলাম –
চ ছ জ ঝ …. মায়ের নিটোল প্রতিধ্বনি…