|| ভাষাতে বাংলা, ভাসাতে বাংলা || সংখ্যায় রীতিশা পাল
by
·
Published
· Updated
নতুন ভোর
কেউ জানেনা, নগ্ন মিছিলের বুকে পা, শুধু তোমারই জন্য।
হিংস্রতার মুখোশ পরে মানুষের ভীড়ে হারিয়ে যাওয়া আমি মুখোশ মানুষ হয়েই রয়ে গেলাম ।
কতশত ছদ্মনাম এর মাঝে শুধু কাঙ্খিত পদবীটা জুটলো না…….।
অভিমানী আমি তোমার আরও বেশী কাছে যাবার জন্য একদিন বারেবারে দূরে যেতে চেয়েছি,
তখন কেইবা জানত আমাদের মাঝে টানা হবে সীমাহীন দূরত্বের রেখা!
তোমার থেকে বহু দূরে থেকেও আমার পথ ঘাট প্রান্তর শুধু তুমিময়।
বৈশাখের তীব্র রোদের মত পুরনো স্মৃতিগুলো পুড়িয়ে যায় নিয়মকরে,
পোড়া ঝাঁঝালো গন্ধে আমার শ্বাসকষ্ট হয় একটুখানি অক্সিজেন ভিক্ষা করি সময়ের কাছে,
আর সময় ! সেতো চায়ের কাপের ফ্লেভারে ও তোমায় খুঁজে বেড়ায়…..
দমবন্ধ আমি হিমঘরে শুয়ে খোলা আকাশে তোমায় দেখি, আমার খুব শীত করে
তোমায় ভেবে বিছানার চাদর জড়িয়ে নিই অতঃপর আরো একটি নতুন ভোর হয়ে যায়….।