• Uncategorized
  • 0

|| ভাষাতে বাংলা, ভাসাতে বাংলা || সংখ্যায় মানিক মাইতি

ভাষা

বহিরঙ্গে একই প্রকার
মানুষ আছে যত
মুখের ভাষা চিনিয়ে দেয়
গোত্র নিজের মত |
বাংলা ,হিন্দি ,উর্দু ,অসমীয়া
তামিল তেলেগু কন্নড়
মাতৃভাষা অতি আপন
সবাই তাই নাছোড় |
মাতৃভাষায় দুঃখ সুখ
কবিতা গল্প গান ,
হৃদয় তাতে তৃপ্ত হয়ে
ছুঁয়ে যায় আসমান |
সব ভাষারই সমান মান
ভাব বিনিময় বেলায়
মাতৃভাষা দুগ্ধ সম
রপ্ত অবলীলায় |
ভিন্ন ভাষা শিখতে হয়
জ্ঞান বুদ্ধি দিয়ে ,
নিজের ভাষা বেরিয়ে আসে
জিহ্বা মূল বেয়ে |
সকল ভাষায় পরম শ্রদ্ধা
সাথে বিনম্র প্রণাম
মাতৃভাষা আপনগুনে
শীর্ষে পায় স্থান
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।