|| ভাষাতে বাংলা, ভাসাতে বাংলা || সংখ্যায় তন্দ্রা ভট্টাচার্য
by
·
Published
· Updated
নিয়তি নির্ধারিত
ঘুমিয়ে পড়ার আগে
দূরভাষে তোমার স্বর
ধুম জ্বর এলো, কাটা ছেঁড়া
শুরু হলো মাথার ভেতর
মানচিত্রে এ-অঞ্চল বন্যাপ্রবণ
মুচলেকা জমা দেওয়া আছে
সামাজিক নিষেধের কাছে
পারাপারহীন নীরবতা ভেঙে দিয়ে শব্দ তরঙ্গে
ছুঁয়ে দিলে রাতের মধ্যযামে
এ তোমার কেমন পাগলামী
কতটা সাহসী হলে এই রাতের মধ্যযামে
বেড়া ভাঙা চলে
তোমার ধারণা নেই কোনো