• Uncategorized
  • 0

|| ভাষাতে বাংলা, ভাসাতে বাংলা || সংখ্যায় আকাশ কর্মকার

ভাষার প্রতি শ্রদ্ধাঞ্জলি

বাহান্ন থেকে ঝরেই চলেছে
সবসময় সবটা দেখা যায় না, সবটা বইয়ে লেখাও থাকে না।
রক্ত এমনই, শুকিয়ে গেলে আমরা ক্ষতকে উপেক্ষা করি কিন্তু স্মৃতির যন্ত্রণা স্মরণীয়।
রফিক, সালাম, বরকত‍ – নামই বা জানে ক’জন।
ভাষাকেই যারা ভেবেছিল আপন
তাদের চেয়ে বড়ো মূর্খ আর জন্ম নিল কবে!
এমনিও সময় তিথি আর স্বার্থ ছাড়া উদযাপনের পথে হাঁটি না,
সময় সুযোগ না এলে শ্লোগানেও হাত দিই না।
দিনটা একুশ, মাসটা ফেব্রুয়ারি;
সুযোগ বুঝে দেখিয়ে দিই মাতৃভাষার উপর আমাদের দখলদারি।
প্রভাতফেরি, পথনাটিকা না জানি আরও কত কি–
ঠান্ডায় জমে যাওয়া বুক জুড়ে একটা দিন ভেসে থাকে আমার বাংলা ভাষার আকাশে;
আমার মা বলার আকাশে।
বর্ণপরিচয় আমাকে আজও ভাবায়
কত সুবোধ বালকের দৌরাত্ম্যে
কালিমালিপ্ত তুমিও, হে বিদ্যাসাগর।
আধো আধো স্বরে সেই যে বাংলা বলা, তোমার আমার সেই তো পরিচয়―
সময়ের স্রোতে কখনো তোমার শব্দের কাঠিন্য, কখনো তোমার স্নিগ্ধতা।
তুমি আমি হয়েছি বিলীন মনখারাপের নিশুতিতে,
ভালোলাগার উচ্ছ্বাসে বা ভালোবাসার অনুভূতিতে।
তোমাকে বিচ্ছিন্ন ভাবে ভাবার দুঃসাধ্য এ জন্মে আমার আসেনি,
আমার মা তোমাতেই কথা বলে, তোমাতেই জড়িয়ে ধরে বুকে আমায়
মায়ের ভাষা, ভাষাই তো মা।
আধুনিক সভ্যতা বড়ো বেইমান;
তোমাকে নিঙড়ে নিয়েছে যারা একদিন
তাদের চোখে আজ তুমি মূল্যহীন,
মুদ্রাস্ফীতির অট্টালিকায় তুমিও বৃদ্ধা মায়েরই সহচরী;
মায়ের ঠাঁই যদি হয় আশ্রমে,
তোমাকে আমরা বেচে এসেছি আগেই রাজনীতির হাটে।
ঐ পাড়া গাঁয়ের সাদামাটা ধুলোমাখা লোকগুলো তোমায় আঁকড়ে আজও আগামীর স্বপ্ন বোনে,
তোমাতেই দিন শুরু, তোমাতেই শেষ।
আমাদের বর্তমানে তুমি ব্রাত্য,
ভবিষ্যতে তোমার অস্তিত্ব অস্বীকার করি।
তোমাকে ঘিরে আজ আবর্তিত ভোট,
তোমার উচ্চারণে কলুষিত মঞ্চ-সভা,
ভূলুণ্ঠিত তোমার পরিধেয়, বেশভূষা
যতবার তারা তোমাকে কন্ঠের তীক্ষ্মতায় আঘাত করে
ততবার মায়ের চোখ ভেজে।
সন্তানের ভাষার সন্ত্রাসে মাতৃসত্ত্বা লুটিয়ে পড়ে নৈরাজ্যের আঙিনায়;
তুমি সাজিয়েছিলে আমার শৈশব,
তুমি শিখিয়েছিলে আবেগের উচ্চারণ,
তুমি দেখিয়েছিলে শব্দের ক্ষমতা;
তুমি হয়ে উঠেছিলে চোখের তারা,
প্রাণের স্পন্দন।
আজ সব আছে,
আমি আছি,
তুমি আছো–
আছো?
হ্যাঁ একুশে ফেব্রুয়ারি আছে,
বাংলা ভাষা আছে,
মায়ের ভাষা আছে,
অসভ্যতা বর্বরতা পাশবিকতা হতে দূরে–
তুমি রামধনু হয়ে এসো প্রতিটা জন্মে।
আমি বাংলায় ফিরে আসব,
আমি বাংলায় কথা বলব,
আমি বাংলায় ভালোবাসব,
প্রথম স্বর যদি তোমার হয়ে থাকে–
তবে শেষ চন্দ্রবিন্দুটাও আমার।
দীর্ঘজীবী হও একুশে ফেব্রুয়ারি,
তোমার আমার ভাষার বাহান্নর তরবারি।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।