আমার না হয় ধূসর উঠোন বিসম কালো রাত্রি
আমি না হয় একলা পথিক অন্ধকারের যাত্রী
নাই বা থাকলো আমার জন্য কোনও আরাত্রিকা
তবুও বেরোই প্রতি রাতে এক স্বপ্নের খোঁজে।
তোমার আমার রাস্তা গুলোর নাই বা হলো মিল
রাত্রি গুলোও নাইবা থাকুক জোনাকি ঝিলমিল
বে আদপ আমার মনের ইচ্ছেরা কিলবিল
ছোট্ট এই হৃদয় খানা তবুও তোমায় যাচে
নিত্যদিনই হৃদয় শুকোই বিষণ্ণতার আঁচে।