প্রেমজ আলিঙ্গনে কবিতা যাপনে রতন বসাক

ভালোবাসার কথা
অফিস যেতে হঠাৎ করেই
দেখি প্রথম গাড়িতে,
পাশের সিটেই বসে ছিলে
নীলা রঙের শাড়িতে।
আড় নয়নে দেখে আমার
ভালো লাগে হাসিটা,
মনের মধ্যে বেজে ওঠলো
প্রেমের সুরে বাঁশিটা।
ভালোবাসার কথা তোমায়
গেলাম আমি জানাতে,
তোমার সাথে সারা জীবন
পারবো জানি মানাতে।
ভয় না পেয়ে বলে দিলাম
সামনে গিয়ে তোমাকে,
সবটা কথা শোনার পরেই
মানলে তুমি আমাকে।
ভালো মন্দ আমার সবই
দিলাম খুলে জানিয়ে,
ভালোবেসে মনের থেকে
আমায় নিও মানিয়ে।