আজও শেষ করে উঠতে পারিনি
তোমায় উপহার দেব বলে
বালির দেওয়ালে লিখে চলা কবিতাটা
ফল্গু নদী হয়ে তুমি এসে দাড়াও
অগোছালো বাতাসে।
হারিয়ে যায় মাস্তুলের ঠিকানা
ঘূর্ণির জল ছিটে এসে ভেজায় পালক
ডানা ঝেড়ে নদী বাধে এসে বসি তোমার
ঊরুর মতো
আবার ভেজার তাগিদে
ছন্দ মাত্রাহিন অমৃত অক্ষরে।