প্রেমজ আলিঙ্গনে কবিতা যাপনে পৃথা চট্টোপাধ্যায় by · Published February 14, 2021 · Updated May 13, 2022 ভালবাসা পাশাপাশি ঘেঁষে বসে আলোর কুয়াশায় দেখছিলাম কিভাবে ঝরছিল একটা দুটো করে হেমন্তের পাতা গাছের ভিতরে চলছিল আন্দোলন তোমার অনায়াস হাতে রেখেছিলাম আমার কাঙ্ক্ষিত মনের ইচ্ছেরা মরচে পড়া সময়ের বাঁকে বৃষ্টিপাত চেয়েছি বারবার একথা তুমিও জানো কর্ষণ না হলে জমি ক্রমশ লাবণ্য হারায় ধার থাকে না লাঙলের ফলায় তুমি কি টের পেয়েছিলে নিরপরাধ জলের শব্দ ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love