প্রেমজ আলিঙ্গনে কবিতা যাপনে জয়িতা ভট্টাচার্য
by
·
Published
· Updated
বৃন্দাবনী সারং
ছড়িয়ে দিচ্ছ বেলি ফুল এখান ওখান মানভঞ্জন পালার পরে হরির লুঠ।
প্রেমের রস গড়িয়ে যাচ্ছে ওয়াটস্যাপ থেকে ভিডিও কলে
কলির কেষ্ট অনেক… তুমিও নিজেকে মেলে দিচ্ছ মনোহারি পণ্যের আদম, একটা চুমুর সঙ্গে আরেকটি বিনামূল্যে।
আমি দূর থেকে দেখে নিচ্ছি জল উঁচু জল নিচু
প্রণয়ের আতিশয্যে!
ভয়ঙ্কর ঈর্ষাক্রান্ত আমি এখন,তবুও তোমার ঠোঁটের প্রান্তে লেগে থাকে আমার ঠোঁটের রক্ত।
পোড়ে বনস্পতি…পুড়ে ছাই হয়ে যায়!
সারা আকাশ ঘুরে অবশেষে প্রবেশ করো আমারই কুলায় ক্লান্ত পাখিটি তুমি…