প্রতিবারের মতো প্রতিবারই বসন্ত আসে
আসে মাতাল সমীরণ , পলাশ, শিমূল, কৃষ্ণচূড়া |
পুরুষ আসে
সদ্যজাত কবিতার আবেগ নিয়ে
নারী আসে
কচি লেবু পাতার মতো নিরীহ সারল্য নিয়ে
ফেরারী প্রেমিকের মতো বিদায়ী সূর্য
উষ্ণ আবেগ রেখে যায় কৃষ্ণচূড়ার কাছে ,
গোলগাল চাঁদ উঠে কামরাঙা গাছের ফাঁকে
হলুদ আদর কপর্দকহীন হতে চায়
সর্বনেশে মধুমাসের ব্যাকরণহীন জ্যোৎস্নায় |
আমাদের ফাল্গুনী
গোধূলির আলো হাতড়ে কবিতায় লিখে
নাছোড়বান্দার মতো লিখে
অসম্পূর্ণ অথচ আশ্বস্ত সান্ত্বনা
দ্বারকেশ্বর নদের এক সন্ধ্যা
পুরানো পাকুড় গাছের নীচে প্রথম অভিষেক
আর অলকাদির বাড়ির ছাদে নিরবতা ভাঙার গল্প |