বয়স হলো….ইচ্ছেতে এবার লাগাম টানো। দৃষ্টি যেন ঘন কুয়াশা, নজরখানা বদলে ফেল। স্বপ্ন দেখা ভুলে গিয়ে এই জীবন মঞ্চে এবার পর্দা ফেল।
কি যে বলি তোমায় ! আসলে আমার হেরে যাওয়াতেই আনন্দ!
ইচ্ছে হলে লাগাম ছাড়া আরবি ঘোড়া ওই তেপান্তরে ছুটে বেড়ায়, কে যে তার লাগাম লাগায় ? জানিনা আমি মুখ্যু মানুষ, সেই ঘোড়া থেকে পড়ে গিয়ে একলা আমি ভাবতে থাকি, আসলে আমার হেরে যাওয়াতেই আনন্দ !
যখন হাঁটুর সমান কেউ বলে, অযোগ্য তুমি, অকর্মণ্য তুমি, জীবন যুদ্ধে পরাজিত তুমি, তখন আমি হেসে বলি, জানো! আসলে এই জীবনে আমার হেরে যাওয়াতেই আনন্দ!