কবিতায় বলরুমে তানিয়া ব্যনার্জী

বোধন
রাতের পরে নীল ঘুম শেষে,
এক পেয়ালা লিকার চা আর বোতাম বিহীন শার্টে নীল দত্ত…
এমন সবুজ সকালের অপেক্ষা ছিলো বহুদিনের জানো!
দীর্ঘমেয়াদী নুন জলের প্রলেপ শুকিয়ে গিয়ে,
অলোকচূর্ণ দোল খায় বারে বারে।
এতো হাওয়া আসেনিতো আগে!
থিতিয়ে পড়া বিষের ওপর স্বচ্ছ জল তরঙ্গ আমায় পিছিয়ে দিয়েছে সেই সাত মহলা বাড়ি আর বর্ণময় চিলেকোঠায়।
অমোঘ শৈশব আর বাতাবি-ফুলের গন্ধ মাখা
জোৎস্নায় টেবিলে খোলা বর্ণপরিচয়।