একটি জামা;জুতো;প্যান্ট পড়তে হয় তাই পড়েছি
আমার আর কিচ্ছু চাইনা
দুমুঠো খেতে হয় তাই খাই
তাই আহারের মধ্যেও কোনরকম বাহারের ছোঁয়া নাই।
আমাকে উলঙ্গ করে দেখে নিতে পারো একবার
আমি এখন যেমন আছি এমনই রয়ে যাবো বারবার জীবনভর
জানি।এই জীবন কোন সামাজিক জীবন নয়
মাথা পেতে নেব আমি সমাজের দায়
দায়হীন সমাজ নেবেনা মেনে আমায়
নিঃস্বতা গ্রাস করেছে তবু নিঃস্বতাই পথ দেখায়
একজন কবির জীবন বুঝি এমনই হয়…..!
সিঁড়িতে হোঁচট খায় সৌহার্দ্যের মায়াজাল
খসে যাওয়া দেওয়ালের আবরণে লিখছে মিথ্যের নির্মাণকাল
দিবাকর জাগেনি তথাপি জেগে আছে লালায়িত সামাজিক আশ্রয়
আমি দিকহারা কবি
এই সকল দেখি আর আঁকি
প্রাণশূন্য এই ইট,কাঠ,পাথরের ছবি।