মাইথনে পাইথন নেই তা কি তুমি আগে জানতে?
যদি থাকে অজানা হুট করে চলে যাও বেড়াতে।
সুগভীর নীল জল সীমাহীন আর সবুজের পাহাড়ে
মাঝিদের নৌকোয় পৌঁছোবে সেই দ্বীপ- মাঝারে।
জলের গভীরে আর আকাশের নীলে ভেসে যাওয়া
পানকৌড়ির মাছ শিকার শীতের হিমেল হাওয়া।
ভালো লাগবেই দূর থেকে চামচ পাহাড়ে সবুজে
জল এত জল ছড়িয়ে রাশি- রাশি মনের অবুঝে,
এ কি ঝুঁকি নাকি? মাঝি দাঁড় বেয়ে ম্যারাথনে চলে
বরাকর নদীটি দ্বীপের সাগর বেয়ে পথ তার মেলে।
সবুজ দ্বীপ যেন জল থেকে ডাঙ্গাদের জেগে ওঠা
সবুজ পাহাড় আসতে নৌকোর মাঝি থামায় বৈঠা।
চুপচাপ উঠে পড়ি দ্বীপের চূড়োর সেই স্বপ্নের মাথা
উঠে পরে দেখি শুধু চোখ চেয়ে জলের চিত্র কথা।
তোমরাও একদিন চলে এসো বাঁধের এই মাইথনে
সত্যি বলছি আমার ছিল ভয় যদি দেখি পাইথনে!