কাব্যানুশীলনে সোমা চট্টোপাধ্যায় রূপম

এমনটাই হয় 

রক্তের দাগটা মুছে ফেলো দিগন্ত
এখন সময় স্মৃতিচারণের।
দগদগে ঘা গুলো থেকে চুঁইয়ে পরছে ঘামরক্ত
ওখানে হলদেটে স্বপ্ন প্রলেপ দাও
ক্লান্তি খুলে ফেলে যে তরঙ্গে ভাসছো-
ডুবে মরো তাতে
রঙিন কাগজ নিয়ে ঘুরি বানাও-নৌকাও
অদৃশ্য মায়াজাল ছিঁড়ে বেরিয়ে আসবে অদৃষ্ট
তোমাকে হিঁচড়ে ফেলবে বাস্তবে
সে যে দায় রেখে গেছে এখানে…
জ্বলজ্বল করে জ্বলবে জয়টীকা
তুমি জিতে গেছো।
শুধু পেরোনো রাস্তায় পরে আছে শয়ে শয়ে স্বপ্নমৃতদেহ
আঠালো চটচটে রক্তের দাগ
তোমার পায়ের ছাপে তছনছ হওয়া কিছু কথা…
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।