সাপ্তাহিক ধারাবাহিক কথা সাগরে মৌসুমী নন্দী (যাপন চিত্র – ১২)
by
·
Published
· Updated
যাপনচিত্র
বৃত্তের বাইরের দাগ
কিছু দাগ মোছে না সহজে ৷ তবুও অভ্যাসবশত উঠে আসে কিছু মেকী যাপন ৷কথারা বড়ই অবুঝ হয় ৷ একটার পর একটা বুদবুদের মত ভাসতেই থাকে ৷ কোনো কোনো কথার তলে এক আশ্চর্য নীরবতা রয়ে যায় ৷ শব্দ থেকে শব্দাতীত পথ কখন বেঁকে যাবে বোঝাই যায় না ৷ সবার মনেই থাকে একটা বৃত্তের নির্দিষ্ট পরিধি থাকে যেখানে প্রিয় মানুষেরা ভীড় করে থাকে ৷ রসুনের কোয়ার মত জড়িয়ে জড়িয়ে ৷ একটা ছাড়াতে গেলে অনেক গুলোই খুলে আসে একসাথে ৷
মানুষ মাত্রই অনুভূতি ও আবেগপ্রবণ ৷ তবে ব্যাপারটা খুবই আপেক্ষিক ৷ কেউ আবেগ প্রবণ হলেও সবার সামনে সহজভাবে বলতে পারে না ৷ তবে যাঁদের অন্যের দুঃখে হিজল পাতার কার্নিস বেয়ে জল পড়ে তারা খুবই সংবেদনশীল হয় ৷ তাদের জীবন ফল্গু নদীর মতো বয়ে চলে সবসময় দুঃখ ,কষ্ট , মানসিক আঘাত ও বিরহের ধারা ৷ আবার কিছু কিছু রংরুট জীবন জুড়ে ঘোরাঘুরি করি আপেক্ষিক ভাবে ৷বাতাসের ধূলিকণার পাপ সরিয়ে একটা ভিজে যাওয়া গানের খোঁজে ডিঙিয়ে ডিঙিয়ে চলে পথচলা ৷ ভেতরে ভেতরে অসম্ভব নীরবতা ৷ ৷ সবকথারা অনেক সময় থেমে যেতে চায় তবুও মনের গভীরে অসম্ভব বিদ্যুৎ চমকায় ৷ প্রতিদিন এক পা দু পা করে হেঁটে চলে গন্তব্যের দিকে ৷ কিছু অপ্রাসঙ্গিক কথা বিলিয়ে দিতে হয় মাঝে মাঝে বাতাসে ৷ বৃত্তের কেন্দ্র বিন্দু থেকে ছিটকে যায় যাপন ৷ ম্যাগনেটিক আর্কষণ ছিঁড়ে যায় রবারের মতন ৷ হিসাব মেলে না ক্যালকুলেশনে ৷ পান্ডুলিপির পাহাড় জমা হয় ৷আবদ্ধ কান্নায় ধূসর ইচ্ছেরা একান্তে পোড়ে , হৃদয়কে কালো কালো মুড়ে তবু চলে তমোছন্ন যাপন৷ জীবনের সব অলিগলি খুঁজে শপথের ব্যস্ততম হাতে নীলাভ মেঘের মত প্রেমহীণ জীবন ওড়ে ৷ মেঘভাঙা আলোর ছটা তবুও তো আঁকে রামধনু ৷ কুয়াশার ভেজা পর্দার খাঁজে ছন্দবিহীন নিবিড় সাজে তবুও চলে অবিরত যাপন উড়ন্ত পাখিটার মতো ৷
আজ এই পর্যন্তই ৷ সকলের জন্য রইল আগাম বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা ৷