হাঁড়ির খবরে রাজশ্রী বন্দোপাধ্যায়

পৃথু ঘোষের জীবন বৃত্তান্ত নিয়ে ‘মাধুকরী’ আসছে আগামী ২৪শে ফেব্রুয়ারি, বুধবার, সন্ধ্যে ৬টায়, একাডেমি মঞ্চে। একাডেমি কাউন্টারে টিকিট পাওয়া যাচ্ছে। Online booking : www.thirdbell.in Phone booking : 9932002317 / 9073928252 বুদ্ধুরাম একটি নটসেনা প্রযোজনা Academy সাড়ে 6টা,,, সঙ্গে প্রাণ পুরুষ সরোজ রায় স্বরণ,,, দীর্ঘ 1 বছরপর আবার ফিরছে মঞ্চে নাটক টি,,, 26 এ জানুয়ারি,,,, সন্ধ্যে টা নটসেনা ময় হোক,,, আবেগ আর স্বরণ,, মিলেমিশে এক হোক,,, Tickets পাওয়া যাচ্ছে Academy Counter এ,,,, আসবেন,,,, Sanitized করা থাকবে..
 

চাকদহ নাট্যজনের নতুন একক নাটক ” সাক্ষী”র প্রস্তুতি চলছে।আমাদের প্রিয় মৈনাক সেনগুপ্তের একটা স্ক্রীপ্ট খুব পছন্দ হয় রাহুল দার সাহায্যে,তারপর স্বপ্ন দেখা শুরু।চাকদহ নাট্যজনের প্রথম একক নাটক। নাটক টি কে সাজিয়ে দিচ্ছেন রাহুলদেব ঘোষ। এতো বড় দায়িত্ব এর আগে নেওয়ার মত সাহস ছিল না,আজো নেই। কিন্তু সবার ভালোবাসা ও শুভেচ্ছা চাই।প্রথম অভিনয় করব বহরমপুরে আগামী ২রা ফেব্রুয়ারিতে।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।